ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নান্দাইলে সাত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।। মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিদায়ী সংবর্ধনা প্রদান নরসিংদীতে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ফুলপুর জমিয়তে উলামায়ে ইসলামের নয়া কমিটি গঠন সভাপতি মাওঃ আবু রায়হান, সম্পাদক মাওঃ আওলাদ রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনে দর্শনার্থীদের সুবিদায় নদী খনন রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া অনার্সের কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানব বন্ধন মনোহরদী টু কটিয়াদী সংযোগ রাস্তা ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে যাতায়াতকারীরা।

বৃষ্টির মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রায় স্থানেই বৃষ্টির মধ্যেই কষ্ট করে পরীক্ষায় বসতে হচ্ছে আজ থেকে শুরু হতে  যাোোয়া এইচ এস.সি পরীক্ষার্থীদের । সাত-সকালে প্রবল বৃষ্টি মাথায় করে পরীক্ষাকেন্দ্রে ছুটতে হল এইচএসসি পরীক্ষার্থীদেরকে। বৃষ্টির কারণে রাজধানীর পথে পথে যানবাহন সঙ্কট, যানজটের কারণে সন্তানদের কেন্দ্রে নেওয়ার পথে ভোগান্তিও পোহালেন অভিভাবকরা।

এমন বিরূপ আবহাওয়ার মধ্যে রোববার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট বাদে দেশের ১০টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৮ হাজার ৩৭৩ শিক্ষার্থী এ বছর পরীক্ষায় বসেছে।

এদিন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়।

ন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন ৯ জুলাই ওই বোর্ডের ৮২ হাজার ৪১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসবে।

বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৮ হাজার ৩৭৩ জন।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের আসন গ্রহণ করার বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা ছিল। সেই অনুযায়ী, সকালে ঢাকার কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের ঢুকতে দেখা যায়।

মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজে সকাল পৌনে ৯টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে শুরু করে।

কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা মিনতি রাজবংশী বলেন, “ভাষানটেক সরকারি কলেজের ছাত্র আমার ভাই। প্রস্তুতি ভালোই হয়েছে। আশা করছি পরীক্ষাও ভালো হবে।”

ছেলেকে নিয়ে কেন্দ্রে আসা আরেক অভিভাবক আফরোজা আক্তার বৃষ্টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

তিনি বলেন, “প্রথম পরীক্ষা, তাই ছেলেকে নিয়ে আসলাম। অপেক্ষা করছি, পরীক্ষা শেষ হলে নিয়ে যাব। এই সময়ে পরীক্ষার রুটিন নিয়ে মনে হয় আরেকটু ভাবার দরকার ছিল। আসা-যাওয়ার পথে বৃষ্টি হলে শিক্ষার্থীদের ভোগান্তি হবে, মনোযোগে সমস্যা হবে।”

এইচএসসিতে এবারের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ অগাস্ট। ১২ অগাস্ট থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২১ অগাস্ট।

প্রবল বর্ষণ আর বন্যার কারণে গত বছরও তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পেছাতে হয়েছিল।

ওই বছর অন্য সব বোর্ডের পরীক্ষা ১৭ অগাস্ট শুরু হলেও চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ অগাস্ট থেকে। বন্যার কারণে ২০২২ সালেও পরীক্ষা পিছিয়ে নভেম্বরে হয়েছিল।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে কোভিড মহামারীর কারণে এই সূচি পাল্টে যায়।

ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টির মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৬:৩০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

দেশের প্রায় স্থানেই বৃষ্টির মধ্যেই কষ্ট করে পরীক্ষায় বসতে হচ্ছে আজ থেকে শুরু হতে  যাোোয়া এইচ এস.সি পরীক্ষার্থীদের । সাত-সকালে প্রবল বৃষ্টি মাথায় করে পরীক্ষাকেন্দ্রে ছুটতে হল এইচএসসি পরীক্ষার্থীদেরকে। বৃষ্টির কারণে রাজধানীর পথে পথে যানবাহন সঙ্কট, যানজটের কারণে সন্তানদের কেন্দ্রে নেওয়ার পথে ভোগান্তিও পোহালেন অভিভাবকরা।

এমন বিরূপ আবহাওয়ার মধ্যে রোববার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট বাদে দেশের ১০টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৮ হাজার ৩৭৩ শিক্ষার্থী এ বছর পরীক্ষায় বসেছে।

এদিন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়।

ন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন ৯ জুলাই ওই বোর্ডের ৮২ হাজার ৪১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসবে।

বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৮ হাজার ৩৭৩ জন।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের আসন গ্রহণ করার বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা ছিল। সেই অনুযায়ী, সকালে ঢাকার কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের ঢুকতে দেখা যায়।

মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজে সকাল পৌনে ৯টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে শুরু করে।

কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা মিনতি রাজবংশী বলেন, “ভাষানটেক সরকারি কলেজের ছাত্র আমার ভাই। প্রস্তুতি ভালোই হয়েছে। আশা করছি পরীক্ষাও ভালো হবে।”

ছেলেকে নিয়ে কেন্দ্রে আসা আরেক অভিভাবক আফরোজা আক্তার বৃষ্টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

তিনি বলেন, “প্রথম পরীক্ষা, তাই ছেলেকে নিয়ে আসলাম। অপেক্ষা করছি, পরীক্ষা শেষ হলে নিয়ে যাব। এই সময়ে পরীক্ষার রুটিন নিয়ে মনে হয় আরেকটু ভাবার দরকার ছিল। আসা-যাওয়ার পথে বৃষ্টি হলে শিক্ষার্থীদের ভোগান্তি হবে, মনোযোগে সমস্যা হবে।”

এইচএসসিতে এবারের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ অগাস্ট। ১২ অগাস্ট থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২১ অগাস্ট।

প্রবল বর্ষণ আর বন্যার কারণে গত বছরও তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পেছাতে হয়েছিল।

ওই বছর অন্য সব বোর্ডের পরীক্ষা ১৭ অগাস্ট শুরু হলেও চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ অগাস্ট থেকে। বন্যার কারণে ২০২২ সালেও পরীক্ষা পিছিয়ে নভেম্বরে হয়েছিল।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে কোভিড মহামারীর কারণে এই সূচি পাল্টে যায়।

ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।