ঢাকা-আরিচা মহাসড়ক অচল করে দেয়ার আল্টিমেটাম জাবি শিক্ষার্থীদের

- আপডেট সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে ২০১৮ সালে ঘোষিত কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ ৪ দফা দাবিতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে আন্দোলনে করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক দুই ঘন্টার জন্য অবরোধ করে মহাসড়ক একেবারে অচল করে দেয়ার আল্টিমেটাম দেয় তারা।
বুধবার (৩ জুলাই) বিকাল তিনটা থেকে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচির এক পর্যায়ে এ আল্টিমেটাম দেন তারা।
অবরোধে অংশ নেয়া শিক্ষার্থী ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, পুরো দেশের মানুষের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছাত্র সমাজ মেনে নিবে না।
মহাসড়ক অবরোধের আল্টিমেটাম জানিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘আগামী ৪ তারিখ আপিল বিভাগে শুনানি আছে। সেখান থেকে যদি ছাত্র সমাজের বিরুদ্ধে যদি রায় আসে তাহলে একটি গাড়িও চলতে দেওয়া হবে না। একেবারে অচল করে দেয়া হবে ঢাকা-আরিচা মহাসড়ক।
এদিকে মহাসড়কে অবরোধের কারণে মহাকের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা