ঈশ্বরগঞ্জে রাবিশ আর মাটি দিয়ে পাকা রাস্তা মেরামতের চেষ্টা: কাদায় ভোগান্তি বৃদ্ধির আশঙ্কা!
- আপডেট সময় : ০৫:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তার ভাঙ্গা অংশটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩ জুলাই বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাবিশ ও মাটি দিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত মেরামতের চেষ্টা করা হচ্ছে। এতে এই জায়গায় কাদা সৃষ্টি হয়ে ভোগান্তি বৃদ্ধির আশঙ্কা করছেন এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও গাড়ি চালকেরা। এদিকে দিনের বেলায় মেরামত কাজ করার কারণে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি সড়কটির প্রস্থ সম্প্রসারণ তথা পুনর্নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে মুক্তিযোদ্ধা মোড় থেকে কাকনহাটি পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌরসভার আওতাভুক্ত প্রায় ২ কিলোমিটার অংশের নির্মাণকাজ স্থগিত থাকায় রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙ্গাচুরা অবস্থায় রয়েছে। বিশেষ করে চরনিখলা উচ্চ বিদ্যালয় থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন অংশটুকুতে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চরম বেহাল আকার ধারণ করেছে। ফলে এই রাস্তায় চলাচলকারী জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় পৌরসভার উদ্যোগে রাস্তার এই অংশটুকু মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জনসাধারণের আশংকা, যেহেতু এখন বর্ষাকাল, তাই রাবিশ ও মাটি দিয়ে ভরাট করা গর্তগুলোতে কাদা সৃষ্টি হয়ে ভোগান্তি আরো বাড়তে পারে। এই রাস্তায় চলাচলকারী জনগণ ও এই এলাকার মানুষের দাবী, রাস্তার জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা সমাধান করতে যদি দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, তবে বর্তমানে যতটুকু রাস্তা বিদ্যমান আছে ততটুকুই কার্পেটিং করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক।
এই ব্যাপারে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাত্তার কমান্ডার-এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সড়ক ও জনপথ বিভওাগের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের নিস্ক্রিয়তা ও অবহেলার কারণে এই রাস্তাটির বেহাল দশা হয়ে আছে এবং জনগণের চরম ভোগান্তি হচ্ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে তিনি নিয়মিত তাগিদ দিয়ে যাচ্ছেন এবং আপাতত ভোগান্তি নিরসনের জন্য সাময়িকভাবে গর্তগুলো মেরামতের ব্যবস্থা করেছেন। মাটি ফেলার কারণে কাদা হয়ে যাওয়ার বিষয়টি অবগত হওয়ার পর তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।