জামালপুরে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি বিপদসীমার ৭০ সে. মি. উপর দিয়ে বইছে
- আপডেট সময় : ০৪:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নিম্নাঞ্চলসহ উচু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ দিকে পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান,বাহাদুরাবাদ পয়েন্টে ৭০ সেন্টিমিটার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো কয়েক দিন বাড়তে পারে সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৪ দিন থেকে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। এ ভাবে পানি বৃদ্ধি পেয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় যমুনা, ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চল, বহু নিম্নাঞ্চল ও উঁচু অঞ্চল প্লাবিত হয়ে বহু মানুষের ইতিমধ্যে শুকনো খাবার ও বিষদ্ধ পানির প্রয়োজন। বিশেষ করে বুধবার রাত থেকেই দেওয়ানগঞ্জে উপজেলাধীন যমুনার চরাঞ্চল সমূহের অসংখ্য নিম্নাঞ্চল ও উঁচু অঞ্চল প্লাবিত হয়েছে। দেওয়ানগঞ্জে খোলাবাড়ী, মন্ডলবাজার, উপজেলা নির্বাহী এলাকা, গুজিমারি, দেওয়ানগঞ্জ পৌরসভাসহ অসংখ্য নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু কৃষকের পাট ক্ষেত পানির নিচে তলিয়ে গিয়েছে।
এ বছরের বন্যায় যমুনার ও ব্রহ্মপুত্রের বুকে জেগে উঠা দেওয়ানগঞ্জে চিকাজানী ইউনিয়নে মুন্ডলবাজার থেকে খোলাবাড়ী প্রধান রাস্তাটি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে ও দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ির প্রধান রাস্তাটি বিচ্ছিন্ন রয়েছে। এসে দেওয়ানগঞ্জ নিম্ন অঞ্চল সহ প্লাবিত সকল অঞ্চলের মানুষের শুকনো খাবারের বিশেষ প্রয়োজন।