গোবিন্দগঞ্জে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত

- আপডেট সময় : ০১:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক সড়কের কাটাবাড়ি নাসিরাবাদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা আপন দুই ভাই নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (১৮)। অপরজনের নাম শাকিল মিয়া (২০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে মোটর সাইকেলে করে ভাই নাহিদ ও শাকিলকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন জাহিদ। এ সময় মোটর সাইকেলটি নাসিরাবাদ এলাকার আঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগতিতে আসা গরু বোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও তার ভাই জাহিদ নিহত হয়। আহত শাকিলকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। নিহত তিনজনের বাড়ী দুর্ঘটনাস্থল নাসিরাবাদ এলাকায়। মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থলে উদ্ধার কাজ করেছে হাইওয়ে পুলিশ।