সংবাদ শিরোনাম ::
ফুলপুর সড়কে বড় বড় গর্ত ভোগান্তিতে পথচারীরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর টু বওলা পাকা সড়কের বিভিন্ন জায়গা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।
সরেজমিন দেখা যায়, ফুলপুর পৌর শহর থেকে বের হওয়ার সময় বালিয়া মোড়ে আনুমানিক ৪০ থেকে ৫০ গজ জায়গা বহুদিন ধরে ভাঙা। এ ছাড়া বওলা বাজারে ঢোকার মুখে সিএনজি অটোরিকশা স্টেশন সংলগ্ন স্থানে অনেক বড় খাদের সৃষ্টি হয়েছে।বওলা টু সুতারপাড়া সড়কের মুখে ইটের সলিং ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় টুকটাক খাদ বা ছোট বড় গর্ত আছে। এসব গর্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এগুলোতে ছোট খাটো গাড়ি পড়লে উল্টে যাওয়ার উপক্রম হয়।প্রকৌশলী মো. রকিব উল হাফিজ বলেন, বালিয়া মোড়ের ভাঙনগুলো পৌরসভার সীমানায় পড়েছে। আর বাকিগুলো বৃষ্টি বন্ধ হলে শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।